7 NGF - Nowabenki Gonomukhi Foundation

নিযোগ বিজ্ঞপ্তি-2023 ফিল্ড অফিসার ও এ্যকাউন্টস্ অফিসার

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন(এনজিএফ)

         প্রধান কার্যালয়   

নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

স্মারকনং-এনজিএফ/প্রশা/                                                                                                                  তারিখ: ১৮.০১.২০২৩

 

নিয়োগবিজ্ঞপ্তি

শিলা কাঁকড়ার পোনা উৎপাদন, নার্সিং ও আউট ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ এরঅর্থায়নে ৮  মাস মেয়াদী একটি প্রকল্প নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সংস্থা কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও কক্সবাজার জেলায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের মাধ্যমে কাঁকড়া নার্সারি উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা পর্যায়ে কাকড়া পোনা উৎপাদনকারী তৈরী নাসারী পর্যায়ে ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন, উদ্যোগ উন্নয়নে আর্থিক পরিষেবার সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করণে কাজ করা হবে।সদস্যদের  আধুনিক উৎপাদন পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে উদ্যোগের পরিসর বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে কাজ করা হবে।উক্ত প্রকল্পের আওতায় সংস্থায় দুইটি পদে চার (০৪) জন জনবল নিয়োগ করা হবে । প্রকল্পের জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয় পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি এবং চাকুরীর অভিজ্ঞতা সনদপত্র এর ফটোকপি সহ আগামী ২৬ জানুয়ারী ২০২৩ইং তারিখে অফিস সময়ের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদন পত্রে মোবাইল নং অবশ্যই উল্লেখ করতে হবে। ই-মেইলে (ngfhr502@gmail.com) আবেদন করতে হলে কাভার পেজে অবশ্যই পদের নাম এবং জীবনবৃত্তান্তে মোবাইল নং উল্লেখ করতে হবে।শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হবে।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

 

 

পদের নাম, সংখ্যা ও বয়স

শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী

বেতন,  ভাতা ও অন্যান্য  সুবিধা

পদের নাম: ফিল্ড  অফিসার

পদের সংখ্যাঃ ৩জন

বয়সঃ সর্বোচ্চ ৪০বছর,

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  ন্যূনতম  স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতাঃ ন্যূনতম ৩ বছরের মাঠ পর্যায়ে কাকঁড়া সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকুরীর  ধরণ ও মেয়াদঃ ৮মাস (চুক্তিভিত্তিক)।

সর্ব সাকুল্যে মাসিক বেতন ভাতা ৩৫,০০০/-

পদের নাম:  একাউন্টস অফিসার

পদের সংখ্যাঃ ১জন

বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর,

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিংএ  নূন্যতমস্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতাঃ প্রকল্পের হিসাবরক্ষনে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকুরীর  ধরণ ও মেয়াদঃ ৮মাস (চুক্তিভিত্তিক)।

সর্বসাকুল্যে মাসিক বেতন  ভাতা ২৮,০০০/-

 

আবেদনের শর্তাবলীঃ

১।আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল  শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদপত্রের  সত্যায়িত  অনুলিপিসহ আবেদন  নির্বাহী পরিচালক, নওয়াবেঁকী  গণমূখী  ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ২৬.০১.২০২৩ ইং তারিখের  মধ্যে অফিস চলা কালীন সময়ে স্ব-হস্তে অথবা ডাক যোগে অথবা ই-মেইলঃ (ngfhr502@gmail.com) ঠিকানায় পৌঁছাতে হবে। বিঃদ্রঃ খামের  উপরে  এবংই- মেইলে Subject  এর ঘরে  অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

২। মৌখিক  পরীক্ষায়  অংশগ্রহণের  সময়  শিক্ষাগত যোগ্যতার  মূল  সনদপত্র  এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।

৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।      

৪। নিয়োগ সংক্রান্ত  যে কোন বিষয়ে নওয়াবেঁকী  গণমূখী  ফাউন্ডেশন (এনজিএফ)  এর সিদ্ধান্তই  চুড়ান্ত বলে  বিবেচিত  হবে।

 

                                                                                                                 মোঃ লুৎফর রহমান

                                                                                                                     নির্বাহী পরিচালক

 

                                                                                     নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন(এনজিএফ)