১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৪ উদযাপিত হয়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪

প্রতিপাদ্য বিয়য়ঃ  “দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”

স্থান– ভেটখালী নতুন ঘেরী সাইক্নোন সেন্টার,ভেটখালী,শ্যামনগর।

প্রতি বছর মার্চ মাসের ১০তারিখ উদযাপিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস তারই ধারাবাহিকতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর  চলমান পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অদ্য ১০/০৩/২০২৪ইং তারিখে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালি উপ-প্রকল্প ইউনিটে কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের এর আওতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালন করা হয়।উক্ত দিবসে“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়।

 আলোচ্য বিষয় সমূহঃ

দুর্যোগ কি ও দুর্যোগের প্রকার ভেদ নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয় নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগকালে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।দুর্যোগ পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সেচ্ছা সেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারের মাধ্যমে  জনসচেতনা বৃদ্ধির পরামর্শ প্রদান করা হয়। বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র টাকা পয়সা,গুরুত্বপূর্ন  দ্রব্যসামগ্রী  পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ, ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদেরকে নিয়াপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। ঘূর্ণিঋড় ও জলোছ্ছাসে ক্ষতি গ্রস্থ ব্যক্তি যাতে শুধু এনজিও ও সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে সাহায্য করে সেই সব বিষয়ে পরমর্শ প্রদান করা হয়। শুধু মাত্র রিলিফের মূখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হতে পরামর্শ প্রদান করা হয়।

কার্যক্রম সমূহঃ

র‌্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতা,বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

 উপস্থিতিঃ

উক্ত দিবসে  সিপিপি, ইউডিএমসি, ডাব্লিউডিএমসিক মিটির সদস্য বৃন্দ কমিউনিটির বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তি বর্গগন উপস্থিত ছিলেন। পিপিইপিপি-ইইউ প্রকল্পের গ্রাম কমিটির সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য ও প্রতিবন্ধি ফোরামের সদস্য বৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।